ছাতক উপজেলা নির্বাচনে ১৬ প্রার্থীর মধ্যে ১৪ জনই আ. লীগের
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে মনোনয়ন পত্র দাখিল করা ১৬ প্রার্থীর মধ্যে ১৪ জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। আর বিএনপির একজন মাত্র নেতা ভাইস চেয়ারম্যান পদে ,নোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশ না নেয়ায় ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থী আওয়ামী ঘরনার। গত সোমবার দুপুরে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি ও জাতীয় পার্টি নেতা শামীম আহমদ মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদু’জন ছাড়া বাকী সব প্রার্্থী ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল ও আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে বর্তমানে যারা প্রার্থী হয়েছেন বিগত উপজেলা নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, শাহীন চৌধুরী, আতাউল হক সানি, বাবুল রায়, আব্দুল গাফফার, এড. মাছুম আহমদ ও লোকমান হোসেন আওয়ামীলীগ ঘরনার।
বিএনপির ইজাজুল হক রনি ও জাপার শামীম আহমদ হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিখা রানী দে, লিপি বেগম, রাবেয়া বেগম ও নাসিমা আক্তার চামেলী আওয়ামী লীগ ঘরনার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।