বুধবার সকালে মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড, খেলার সময়সূচী

বিপিএল শেষের পরই জাতীয় দলের ক্রিকেটারদের ফুরসত মেলেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলতে তাদের উড়ে যেতে হয়েছে সেদেশে। প্রিয় দলের খেলা দেখতে বাংলাদেশের সমর্থকদেরও অপেক্ষায় থাকতে হচ্ছে না বেশি। তবে নিউজিল্যান্ডের সঙ্গে সময় পার্থক্যের কারণে এই সিরিজ দেখতে দর্শকদের টিভির সামনে বসতে হবে অনেক ভোরে।

১৩ ফেব্রুয়ারি (বুধবার) ওয়ানডে দিয়ে শুরু হবে দুদলের সিরিজ। নেপিয়ারে প্রথম ওয়ানডেটি হবে দিবারাত্রির। কিন্তু সময় পার্থক্যের কারণে বাংলাদেশে সেটি শুরু হবে সকাল ৭টায়। টেস্ট তো বটেই, বাকি দুই ওয়ানডেতেও খেলা হবে দিনের আলোয়। বাংলাদেশি দর্শকদের তাই ভোর ৪টায় উঠে বসতে হবে টিভির সামনে।

ওয়ানডে সিরিজ
তারিখ             বাংলাদেশ সময়     ম্যাচ                         ভেন্যু

৩ ফেব্রুয়ারি       সকাল ৭টা          প্রথম ওয়ানডে (দি/রা)     নেপিয়ার

১৬ ফেব্রুয়ারি     ভোর ৪টা            দ্বিতীয় ওয়ানডে             ক্রাইশ্চচার্চ

২০ ফেব্রুয়ারি     ভোর ৪টা            তৃতীয় ওয়ানডে             ডানেডিন

টেস্ট সিরিজ
তারিখ                         বাংলাদেশ সময়       ম্যাচ             ভেন্যু

২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ    ভোর ৪টা             প্রথম টেস্ট       হ্যামিল্টন

৮ মার্চ- ১২ মার্চ               ভোর ৪টা             দ্বিতীয় টেস্ট     ওয়েলিংটন

১৬ থেকে- ২০ মার্চ            ভোর ৪টা             তৃতীয় টেস্ট     ক্রাইশ্চার্চ

এ বিভাগের অন্যান্য