বিশ্বনাথ উপজেলা নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন এস এম. নুনু মিয়া
স্টাফ রিপোর্ট:: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এস এম নুনু মিয়া। নৌকা প্রতীক নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্বনাথ উপজেলা সহ সিলেটের ১২টি উপজেলায় আওয়ামীলীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ২৯ জানুয়ারি বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জনকে বাছাই করা হয়। তাদের মধ্যে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এস এম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের নাম ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরবর্তিতে ৪ ফেব্রুয়ারি ধানমন্ডিস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন এস এম নুনু মিয়া ও অ্যাডভোকেট গিয়াস উদ্দিন এবং অন্যা প্রার্থী আলতাব হোসেন ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ক্রয় করেন।