আ’লীগের মনোনয়ন পেয়ে দোয়া নিতে সাবেক অর্থমন্ত্রীর সানিধ্যে নুনু মিয়া

 

আওয়ামীলীগের মনোনয়ন পেয়েই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সানিধ্যে গেলেন দলের জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে আওয়ামীলীগ। দলের মনোনয়ন পেয়েও ভুলেননি তার দুর্দিনের কান্ডারী অর্থমন্ত্রীকে। ১০ ফেব্রুয়ারি দুপুরে ধোপাধিঘিপারস্থ হাফিজ কমপ্লেক্সে গিয়ে সাক্ষাত করে রাজনৈতিক অঙ্গনের প্রবীণ এই মুরব্বীর দোয়া নিতে ভুল করেননি তিনি। সাক্ষাতকালে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও নুনু মিয়াকে সাহস জোগান। সেই সঙ্গে মূল্যবান পরামর্শও দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুক আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল আবুল ফতেহ ফাত্তাহ, যুগ্ম সম্পাদক অধ্যাপকি জাকির হোসেন, ড. এ. কে. আবদুল মুবিন, মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, আওয়ামীলীগ নেতা বেলাল খান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, সৈয়দ সাফায়াত মামুন, রুপমন আহমদ, সাদেক খান, বুলবুল চৌধুরী, অমিত জিত, আব্দুল ওয়াদুদ, সোগাহ আহমদ, ফয়েজ আহমদ, এহিয়া সুমন, কিনু মিয়া, দুদু মিয়া প্রমুখ।

এ বিভাগের অন্যান্য