ফ্রিডুম ক্লাবের আয়োজনে প্রফেসর মুহ.হায়াতুল ইসলাম আকঞ্জির জন্মদিন উদযাপন
সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও সংস্কৃতি ব্যাক্তিত্ব প্রফেসর মুহ.হায়াতুল ইসলাম আকঞ্জি শুভ জন্মদিন উপলক্ষে, সিলেট ফ্রিডম ক্লাবের পক্ষ থেকে পালন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব সংগঠক শেখ তোফায়েল আহমেদ সেপুল,সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক নাট্যকার ও অভিনেতা মো ইমতিয়াজ কামরান তালুকদার,সিলেট জেলা পুলিশের নায়েক এনামুল ইসলাম,সাহেদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন
একজন শিক্ষার্থীর প্রকৃত মানুষ হয়ে ওঠার পেছনে পিতামাতার চেয়ে শিক্ষকদের অবদান কম নয়। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। আর শিক্ষকরা জাতির প্রধান চালিকাশক্তি। এক কথায় বলা যায়, শিক্ষক মানুষ গড়ে তোলেন। যার মধ্য দিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে নীতি-নৈতিকতা ও জীবনাদর্শের বলয়ে একজন শিক্ষার্থী তার ব্যক্তিগত ও কর্মময় জীবনকে মুখরিত করে।
একজন আদর্শ শিক্ষক তিনিই, যার শিক্ষা ও স্মৃতি দীর্ঘকাল শিক্ষার্থীর মনে গেঁথে থাকে।