সিলেটে এসে পৌছেছেন স্পীকার ড.শিরিন শারমীন
সিলেট এসে পৌছেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শনিবার দুপুর ১টা ২০ মিনিটে নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এসময় বিমান বন্দরে তাকে স্বাগত জানান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এড.লুৎফুর রহমান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,মহানগর আওয়ামী লীগেন সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন সহ দলীয় নেতৃবৃন্দ।
এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি সার্কিট হাউজে যাবেন। এরপর বিকেলে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন এবং ঐ দিনই রাত ৮টায় আরেকটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন।গণসংযোগ-১ এর উপ-পরিচালক নুরুল হুদা এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ থেকে এমপি নির্বাচিত হন। ২৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্যদের কণ্ঠভোটে সংসদের স্পিকার মনোনীত হন