বইমেলায় প্রতিশ্রুতিশীল লেখক প্রণবকান্তি দেব’র ইংরেজি বই, মাই আইভিএলপি স্টোরিজ’
স্টাফ রির্পোটার:
তরুণ প্রজন্মর প্রতিশ্রুতিশীল কবি, লেখক, ও গবেষক প্রণবকান্তি দেব এর আমেরিকা দেখে লেখা ” মাই আইভিএলপি স্টোরিজ” গদ্য গ্রন্থটি প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বই মেলায়। প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। জানা গেছে, এটিই এবারের সিলেট বইমেলার একমাত্র ইংরেজি বই। গত বছর আন্তর্জাতিক পেশাগত দক্ষতা বিনিময় প্রকল্পের অধীনে আমেরিকার পররাস্ট্র মন্ত্রনালয়ের আমন্ত্রনে গিয়ে দেশটির ভাষা, শিক্ষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক নিবিড় পাঠ এ গ্রন্থটি। এতে লেখকের আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের অভিজ্ঞতা, ইংরেজি ভাষা শিক্ষার বহুমাত্রিক দিক, আমেরিকার জীবন ও ঐতিহ্য কেন্দ্রিক নানা বিশ্লেষণ স্থান পেয়েছে। বইটি ঢাকা ও সিলেট বইমেলায় চৈতন্য প্রকাশনের স্টলে পাওয়া যাচ্ছে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক, লেখক ও সংগঠক প্রণবকান্তি দেব এর এটি অষ্টম গ্রন্থ। জানাযায়, প্রণবকান্তি দেব শিক্ষকতার পাশাপাশি সিলেটের বিভিন্ন সাহিত্য ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে অত্যন্ত দক্ষকার সাথে জড়িত রয়ে সফলতা অর্জন করেছেন । তিনি মূলত একজন নিবেদিত শিক্ষক ও সাহিত্যিক। এছাড়া নববই দশকের একজন প্রতিশ্রুতিশীল কবি, হিসেবে নবীন প্রজন্মর কাছে বেশ সমাদৃত। সে সময় থেকে সমালোচক এবং সাহিত্য সম্পাদক হিসেবেও তিনি অনবদ্য অবদান রেখে আসছেন। এই লেখেন। তাঁর শিক্ষকতার সূচনা এতিহ্যবাহী মদন মোহন কলেজ থেকে ইংরেজী বিভাগের শিক্ষক হিসেবে ২০০৬ সালে। বর্তমানে তিনি সিলেট সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরজি বিভাগের জনপ্রিয় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বিগত বছর গুলোতে তিনি ভারত নেপাল সহ দেশে বিদেশে ইংরেজি ভাষা ও সাহিত্যর উপর গবেষনা করে আসছেন। ২০১৮ সালে যুক্তরাষ্ট সরকারের আমন্ত্রনে ইংরেজি ভাষাও সাহিত্য বিষয়ের গবেষণাপত্র উপস্থাপন প্রশংসার সুনাম অর্জন করেছেন একইবছর আমেরিকার শিকাগো শহরের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা শিক্ষকদের পৃথিবীর সর্ব বৃহৎ সম্মেলন “টিসল কনভেনশেন ২০১৮ তে আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত ইংরেজি ভাষা শিক্ষকদের পৃথিবীর সবচেয়ে বৃহৎ সম্মেলন টিসল কনভেনশন ২০১৮-তে ২টি গবেষণাপত্র উপস্থাপন করেন “দ্যা জারনি অব এ ইংলিশ টিচার ফ্রম ওয়েবিনার টু আইভিএলপি” এবং “ইউজফুলনেস অব হোমগ্রোউন ম্যাটেরিয়ালস ফর নন নেটিভ লানার্স” শীষক দু’টি প্রবন্ধ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক, শিক্ষার্থীর প্রশংসা কুড়ায়। তার গবেষণা উপস্থাপনা শেষে সনদ প্রদান করেন ইউ এস সেস্ট ডিপার্টমেন্ট এর প্রোগ্রাম অফিসার টমাস সানটস।