উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ভোট ১৮ মার্চ
দ্বিতীয় পর্যায়ের ১২৯ উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। বাছাই ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি। ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।
আজ বৃহস্পতিবার বিকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, ‘এ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ভোট গ্রহণ ১৮ মার্চ সোমবার।’
সচিব বলেন, ‘এ নির্বাচনের রিটার্নিং অফিসাররা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার।’