এফআইভিডিবির উঠান বৈঠক

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কেশবপাড়াস্থ দৌলতুন নেছার বাড়িতে জিংক ধানের উপকারিতা বিষয়ক উঠান বৈঠক সম্পন্ন হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবি হারবেস্ট প্লাস প্রোগ্রাম অফিসার সৈয়দ রাকিব। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবির আইএফএসপি রাজনগর ব্রাঞ্চের ম্যানেজার জাকির হুসেন।
প্রধান অতিথি সৈয়দ রাকিব জিংক ধানের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি বলেন, জিংক ধানের চাল খেলে শিশুদের শারীরিক, মানসিক ও মেধার বিকাশ ঘটে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গর্ভবর্তী মহিলাদের শারীরিক দুর্বলতা থাকে না। সুস্থ দেহ গঠনে এ ধানের গুরুত্ব অনেক বেশি বলে জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

এ বিভাগের অন্যান্য