উপজেলা নির্বাচনে প্রার্থী হতে প্রবাসী নেতারা ও ছুটে আসছেন সিলেটে
মবরুর আহমদ সাজু:
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯
সিলেটের বিভিন্ন উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধে মাঠে নামছেন।
শেষ হলো একাদশ সংসদ নির্বাচন। সামনে এখন উপজেলা নির্বাচন। নির্বাচন কে সামনে রেখে নগর থেকে গ্রাম পর্যন্ত সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। ইতোমধ্যে রাজনৈতিক দলের মনোনয়নের আগে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নেমে পড়েছেন গণসংযোগে। হাট- বাজারে শুভেচ্ছা ব্যানার আর ফেষ্টুন টানানোর মাধ্যমে তাদের প্রার্থীদের পাশাপশি নেতাকর্মী সমর্থকেরাও মাঠে নেমেছেন। দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা। সবমিলিয়ে সিলেটের ১২টি উপজেলা অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থী এখন থেকেই আটঘাট বেঁধে মাঠে নামছেন। প্রার্থী হতে প্রবাস থেকেও ছুটে আসছেন নেতাকর্মীরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান দিচ্ছেন, স্থানীয় সরকার নির্বাচনে তারা বাজিমাত করতে প্রস্তুতি নিয়ে আসছেন দেশে। অপরদিকে রাজনৈতিক দলগুলোও উপজেলা নির্বাচনে তাদের কৃর্তৃত্ব ধরে রাখতে প্রস্তুতি মন্দ নয় ।
অনুসন্ধানে দেখাযায়, গতউপজেলা নির্বাচনে সিলেট জেলার ১২টি উপজেলার মধ্যে ৪টিতে আওয়ামী লীগ, ৫টিতে বিএনপি ও ৩টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ জয় পেয়েছিল সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার ও কোম্পানীগঞ্জে। আর বিএনপি জয় পেয়েছিল বিশ্বনাথ, বালাগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট ও গোয়াইনঘাটে। জামায়াতে ইসলামী জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় জয় পেয়েছিল। জোটগতভাবে ১২টির মধ্যে ৮টিতেই জয় পায় বিএনপি ও জামায়াত।
রাজনৈতিক বিশ্লেষক ও ভোট পন্ডিতদের বক্তব্য, রাজনীতি সচেতন প্রতিটি মানুষ নিখুঁতভাবে বর্তমান ভোট রাজনীতির মাঠের খেলা এবং সামগ্রিক গতি-প্রকৃতি চোখ কান খোলা রেখে তীক্ষ্ন দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন।
ভোটের খেলায় কোন নির্বাচনী জোটের জয়-পরাজয় হবে, কোন উপজেলায় কোন প্রার্থীর কি অবস্থা, ভোটাররা কী ভাবছেন, তরুণ ভোটারদের মতিগতি কি, মহিলা ভোটারদের দৃষ্টিভঙ্গিই বা কি-এই নিয়ে ও যেন নানান, বিশ্লেষণের অন্ত নেই। ভোট পন্ডিতদের কথা, এখনো পর্যন্ত মনে হচ্ছে দুই নির্বাচনী জোট মহাজোট এবং ঐক্যফ্রন্ট কেহ কারে নাহি ছাড়ে অবস্থায়। বিশেষ করে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী হতে তোড়জোড় বেশি। বিএনপির তথা বিরোধী জোটের প্রার্থীরা এখনো মাঠে নামার কোনো ইঙ্গিত দেননি। তবে গত নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা এবার নিজ দল কিংবা জোট থেকে প্রার্থিতা চাইবেন। কেউ কেউ চাইছেন জাতীয় নির্বাচনের জবাব উপজেলা নির্বাচনের মাধ্যমে দিতে। জানাযায়, সিলেটের ১৩টি উপজেলার মধ্য এবার নির্বাচন হবে ১২টিতে। কেবলমাত্র ওসমানীনগর উপজেলায় নির্বাচন হবে না। মেয়াদ শেষ না হওয়ার কারণে পরে এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে এবারো সিলেট সদর উপজেলায় জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ। এ উপজেলায় এবার আওয়ামী লীগ থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও সিনিয়র আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক প্রার্থী হতে চাইছেন। ওই দুই নেতারই শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে সদরে। এর মধ্যে খানিকটা এগিয়ে আছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। বিগত দিনে অর্থমন্ত্রীর ঘনিষ্ঠজন হওয়ার কারণে এলাকায় প্রচুর উন্নয়ন কাজ করিয়েছেন। সিলেট সদরে বিএনপির ভোট বেশি থাকলেও একাধিক প্রার্থী থাকার কারণে বিএনপি অতীতে জয় ঘরে তুলতে পারেনি। এবার এই উপজেলা থেকে জেলা বিএনপির সহসভাপতি নুরুল হুদা, চেয়ারম্যান আবদুল শহীদ ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব প্রার্থী হতে চাইছেন।
প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে প্রবাসী প্রার্থীর সংখ্যা বেশি। বর্তমান উপজেলা চেয়ারম্যান হচ্ছেন বিএনপির সোহেল আহমদ চৌধুরী একজন প্রবাসী। এবার এই উপজেলায় বিএনপি থেকে এম ইলিয়াস আলীর ভাই লন্ডন প্রবাসী আছকির আলীকে চাচ্ছে নেতাকর্মীরা। ফলে শেষ মূহূর্তে আছকির আলীও প্রার্থী হতে পারেন। এছাড়া বিএনপির সিনিয়র নেতা গৌছ খান ও বর্তমান ভাইস চেয়ারম্যান নুর উদ্দিনও প্রার্থী হতে চাইছেন। আওয়ামী লীগ এবার যোগ্য প্রার্থী দিয়ে এ উপজেলাটির দখল নিতে চাইবে।
বিশ্বনাথ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায়,দলীয় মোতাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জনকে বাছাই করেছে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ। গতমঙ্গলবার দলটির বিশেষ বর্ধিত সভায় তাদেরকে বাছাই করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলার ৮টি ইউনিয়ন ও ৭২টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সমর্থনের প্রেক্ষিতে
চেয়ারম্যান পদে সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনকে বাছাই করা হয়। ভাইস চেয়ারম্যান পদে বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফজর আলী মেম্বার ও যুক্তরাজ্যের বার্মিংহাম আওয়ামী লীগের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম শামীম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিয়াম ল্যাবরেটরী ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল মনি কাঞ্চন চৌধুরী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা রুবা খানমকে বাছাই করা হয়। জানাযায় বিগত কয়েক বছর যাবত রাজনীতির মাঠে তরুণদের মাঝে বেশ আলোচনার প্রিয়মুখ হিসেবে আধিক্য রয়েছে তার । নির্বাচন নিয়ে তিনি বলেন, আপামর জনগনের ভালোবাসাই আমাকে এবারের উপজেলা পরিষদ নির্বাচনরে মাঠে আনতে উদ্বুদ্ধ করেছে । তিনি বলেন বিশ্বনাথ উপজেলার মানুষ চায় আমি যেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে অবদান রাখি। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষায়।
এবার বালাগঞ্জ ভেঙে ওসমানীনগর উপজেলা হয়েছে। ৬টি ইউনিয়ন নিয়েই এবারের নির্বাচন। আবদাল মিয়া এবারো বিএনপির মনোনয়ন চাইছেন। তার সঙ্গে উপজেলা বিএনপির সিনিয়র নেতা কামরুল হুদা জায়গীরদার ও আবদুর নুরও প্রার্থী হতে চান। আওয়ামী লীগ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া প্রার্থিতা চাইছেন বলে জানা গেছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান জামায়াতে ইসলামীর সাইফুল্লাহ খালেদ। এবারো তিনি জোট থেকেই মনোনয়ন চাইবেন। তার সঙ্গে বিএনপি থেকে প্রতিযোগিতা করতে চাইছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবদুল আহাদ খান জামাল, সিনিয়র বিএনপি নেতা ছুফি চৌধুরী। আওয়ামী লীগ থেকে এ উপজেলায় এবারো প্রার্থীর অভাব নেই। ইতোমধ্যে অর্ধডজট আওয়ামী লীগ নেতার নাম ভোটের মাঠে ভাসছে। এর মধ্যে রয়েছেন- সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, এ আর সেলিম, নুরুল হোসেন খোকন।
দক্ষিন সুরমা উপজেলায় এবারো ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ আওয়ামী লীগ থেকে এবারো এই উপজেলায় প্রার্থী হতে চাইছেন। তার সঙ্গে গেল বারের দ্বিতীয় হওয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদও প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। আর সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা লোকমান আহমদ এবারো এই উপজেলায় প্রার্থী হচ্ছেন। গোলাপগঞ্জের বর্তমান চেয়ারম্যান জামায়াতের হাফিজ নজমুল ইসলাম। এবারো তিনি দল ও জোটের মনোনয়ন নিয়ে প্রার্থী হতে চান। পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি নসিরুল হক শাহীন ও সাধারণ সম্পাদক জিলাল আহমদ প্রার্থী হতে চাচ্ছেন। আওয়ামী লীগ থেকে প্রবীণ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ ও লুৎফুর রহমানের নাম শোনা যাচ্ছে।
বিয়ানীবাজার উপজেলার বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আতাউর রহমান। এবারো তিনি আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন। তার সঙ্গে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন- যুক্তরাজ্য প্রবাসী নেতা মুহিবুর রহমান, দেলোয়ার হোসেন, শামীম আহমদ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব। বিএনপি থেকে জেলা যুবদলের সভাপতি আবদুল মান্নান ও উপজেলার শীর্ষ নেতা নজমুল ইসলাম পুতুল প্রার্থী হতে চাচ্ছেন। জামায়াতের প্রার্থী হচ্ছেন গত বারের প্রতিদ্বন্দ্বিকারী নেতা ফয়জুল ইসলাম। জকিগঞ্জের বর্তমান চেয়ারম্যান বিএনপির ইকবাল আহমদ। বিএনপি থেকে শাহীন আহমদও দলের মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগের বর্তমান সভাপতি লোকমান আহমদ চৌধুরী ও আলফাত হোসেন লস্করের নাম শোনা যাচ্ছে। জামায়াত থেকে গোলাম রূপবানী চৌধুরী জাভেদকে প্রার্থী করা হতে পারেন।
কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে লড়াই করার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা শামীম আহমদ। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য শাখা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম আহমদ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে মাঠে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বর্তমান উপজেলা চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিন চৌধুরী এবারো প্রার্থী হবেন। কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জাহাঙ্গির আলম রানা, জমিয়তে উলামার যুগ্ম সাধারণ সম্পাদক বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত খায়ের উদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান বাহার প্রার্থী তালিকা রয়েছে। এছাড়া জামায়াত থেকে চেয়ারম্যান পদে লড়তে তৎপরতা চালাচ্ছেন সিলেট জেলা জামায়াতের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আব্দুর রহীম। চেয়ারম্যান পদে স্বতন্ত্র হয়ে লড়ার জন্য প্রস্তৃুতি নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত সাংবাদিক এহসানুল হক জসিম।
জৈন্তাপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান জামায়াতের জয়নাল আবেদীন। তিনি এবারো এই উপজেলা থেকে প্রার্থী হচ্ছেন। তবে বিএনপি থেকে সভাপতি এনায়েত উল্লাহ, মুহিবুল হক মুহিব ও যুগ্ম সম্পাদক জাকারিয়া আহমদ চেয়ারম্যানের নাম শোনা যাচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী তালিকায় রয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী ও যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ বাবর। জাতীয় পার্টি থেকে উপজেলার আহ্বায়ক ইসমাইল আলী আশিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিনও প্রার্থী হতে চাচ্ছেন। গোয়াইনঘাটের বর্তমান চেয়ারম্যান বিএনপির আব্দুল হেকিম চৌধুরী এবারো প্রার্থী হচ্ছেন। তার সঙ্গে দলের ভেতরে প্রতিদ্বন্দ্বিতায় আছেন উপজেলার সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, যুগ্ম সম্পাদক লুৎফুল হক খোকন। আওয়ামী লীগের কাছে এই উপজেলা এবার প্রেস্টিজ ইস্যু। এখান থেকে প্রার্থী হতে চাইছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীন নেতা মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ও পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু। কোম্পানীগঞ্জের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের হাজী আব্দুল বাছির এবার আর প্রার্থী হচ্ছেন না। তবে তার ছেলে আওয়ামী লীগ নেতা হাজী শামীম আহমদ এবার এই উপজেলায় নির্বাচন করছেন। তিনি দলীয় মনোনয়ন চাইবেন। দল থেকে না পেলেও স্বতন্ত্র হিসেবে প্রার্থী হবেনই। শামীম দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। সংসদ নির্বাচনের পর থেকে তিনি নব উদ্যমে মাঠে কাজ শুরু করেছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমও প্রার্থী হতে চাইছেন। বিএনপি থেকে উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবউদ্দিনের নাম শোনা যাচ্ছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার খবর পেয়েই নির্বাচনে অংশ নিতে দেশে ফিরছেন সম্ভাব্য প্রার্থীরা। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে দেশে আসছেন বলে তিনি জানিয়েছেন।যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ কাদির ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে দেশে আসছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, দল নির্বাচনে অংশ নিলে দলীয় প্রতীকে নির্বাচন করতে চাই। সে লক্ষ্যে দলের নেতাকর্মীসহ সবার সঙ্গে তিনি যোগাযোগ করছেন বলে জানিয়েছেন এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জুবায়ের আহমদ ও যুক্তরাজ্য প্রবাসী ফয়সল আম্বিয়া টিঠুর নির্বাচন করার আগ্রহ রয়েছে বলে জানা গেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর পর প্রবাসী এসব প্রার্থী তৎপর হয়ে উঠেছেন। এ ছাড়া দেশে থাকা প্রার্থীদের সমর্থনে প্রবাসীরা প্রচারে নামতে দেশে আসার পরিকল্পনা করছেন। নির্বাচনকে সামনে রেখে কমপক্ষে অর্ধশতাধিক প্রবাসী দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন।