ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক ৬ ফ্রেব্রুয়ারি কালো ব্যাজ কর্মসূচি, ২৪ ফেব্রুয়ারি গণশুনানি
একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে নির্বাচনে একই সঙ্গে নির্বাচনে ক্ষতিগ্রস্তদের গণশুনানি নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বৃহৎ বিরোধী রাজনৈতিক এ জোট।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।
বৈঠক শেষে ফ্রন্টের মুখপাত্র, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কালো ব্যাজ ধারণ করা হবে। এ ছাড়া আগামী ২৪ ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের নিয়ে গণশুনানি হবে। গণশুনানির সময় এবং স্থান পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
গণফোরামের দুই নেতার শপথ নেয়া প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি। আমাদের কেউ শপথ নেবে না।
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা রেজা কিবরিয়া প্রমুখ।।