বিশ্বনাথ উপজেলা নির্বাচনে জনসমর্থনে এগিয়ে: নুনু মিয়া

আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ কে সামনে রেখে বিশ্বনাথের অলিতে গলিতে চলছে আলোচনা সমালোচনার ঝড়। বিশেষ করে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে চলছে টান টান উত্তেজনা, দলীয় প্রতীকে নির্বাচন হওয়াতে, হাইকমান্ডে চলছে লবিং। এদিকে সচেতন ভোটারদের মধ্যে ও চলছে ব্যাখ্যা  বিশ্লেষণ ।কাদের কে তারা চান,কিংবা কাকে ভোট দিবেন।

এব্যাপারে বিশ্বনাথ উপজেলার ভোটারদের কাছে বর্তমান পরিস্থিতি জানতে চাইলে তারা বলেন, গত মঙ্গলবারে আওয়ামীলীগের বর্ধিত সভায় তিন জনের নাম সিলেক্ট করা হয়েছে এবং সেগুলো  কেন্দ্রে পাঠানো হবে। নেতৃবৃন্দ বলেন, তবে তৃণমলে জনসমর্থনে এগিয়ে আসন্ন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতের আপনজন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া। এদিকে মনোনয়নের ব্যাপারে নুনু মিয়া বলেন,দলের জন্য
আমি বরাবর জামাত জোট বিএনপির আমলে দলের জন্য বীনা কারনে নির্যাতনের স্বীকার হয়েছি আমি মৃতুু্ু্্যর পথ থেকে ফিরে এসেছি। আমি বঙ্গবন্ধু র সৈনিক  জননেেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে চাই। আমার বিশ্বাস তিনি আমাকেে মনোননয়ন দিবেন। সবার কাছে আমি দোয়া ও ভালোবাসা চাই। আমি মনে করি,জননেত্রী শেখ হাসিনা যদি  উন্নয়নের প্রতীক নৌকায় মনোনয়ন দেনন তাহলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। জানাযায়  নুনু মিয়াকে ঘিরে উচ্ছসিত বিশ্বনাথ উপজেলার আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ আপামর জনসাধারণ। সবার আশা তিনিই হবেন আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্তি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্দেশনা মোতাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জনকে বাছাই করেছে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে দলটির বিশেষ বর্ধিত সভায় তাদেরকে বাছাই করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বাছাই করা ৮জন প্রার্থীর মধ্য থেকে তিনটি পদের জন্য ৩জনকে চূড়ান্তভাবে মনোনয়ন প্রদান করবে কেন্দ্রী আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলার ৮টি ইউনিয়ন ও ৭২টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সমর্থনের প্রেক্ষিতে চেয়ারম্যান পদে সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনকে বাছাই করা হয়। ভাইস চেয়ারম্যান পদে বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফজর আলী মেম্বার ও যুক্তরাজ্যের বার্মিংহাম আওয়ামী লীগের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম শামীম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিয়াম ল্যাবরেটরী ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল মনি কাঞ্চন চৌধুরী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা রুবা খানমকে বাছাই করা হয়।

এ বিভাগের অন্যান্য