আলোকিত উপজেলা গড়ার প্রত্যয়ে আওয়ামীলীগের প্রার্থী নুনু মিয়া
স্টাফ রিপোর্টার
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে গণসংযোগ শুরু করেছেন ‘নৌকা’ প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম নুনু মিয়া। উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্যোশ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। গণসংযোগের অংশ হিসেবে তিনি ইংরেজী নববর্ষ উপলক্ষে বের করা নিজের ছবি সম্মিলিত ক্যালেন্ডার সর্বস্তরের মানুষের মধ্যে বিতরণের মাধ্যমে সকলের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করছেন। জানাযায়, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেতে তার পক্ষে উপজেলা আওয়ামী লীগ ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিনরাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। ‘বাংলাদেশ সমবায় ব্যাংকের ডিরেক্টর ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এস,এম নুনু মিয়া। বলেন মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তার। তিনি উপজেলার জনগণের জন্য কর্মমুখি শিক্ষা, উন্নত যোগাযোগব্যবস্থা, শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ নির্মাণ, সম্প্রীতির রাজনীতি, সবুজ বনায়ন, পর্যটন শিল্পসহ সকল ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য আসন্ন নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাচনে মনোনয়নের মাঠে নবীন হলেও দীর্ঘদিন ধরে সামাজিক ও ছাত্রলীগের সাখে সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় তিনি জনগণের পছন্দের প্রার্থী হিসেবে রয়েছেন। বিশ্বনাথ উপজেলাকে আধুনিক গড়ার প্রত্যয়ে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন সে প্রত্যাশায় গণসংযোগে ব্যস্ত ও রয়েছেন। এছাড়া তিনি বিগত আওয়ামীলীগের দুর্দিনের পাশাপাশি একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে ব্যাপক কাজ করেছেন তিনি রাজনীতিতে সাবেক সফল অর্থমন্ত্রীর কাছের মানুষ হিসেবে ব্যাপক পরিচিত। বিগত সময়ে নির্বাচনগুলোতে নুনু মিয়া রাত দিন কাজ করে এখন জনসাধারণে মুখে মুখে রয়েছে তার নাম, তার সমর্থক কর্মিরা জানান নুনু মিয়া বিশ্বনাথ উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দলীয় টিকেট পাবার যোগ্য কারন গেল নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদের জন্য, সরকারের উন্নয়নের মহাসড়কে সাড়ে নয় বছরের সফলতা তুলে ধরার লক্ষ্যে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।