ড. মোমেনের পক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেনকে বিপুল ভোটে বিজয়ী করায় কৃতজ্ঞতাস্বরূপ সদর উপজেলার চাতল গ্রামে দুঃস্থ ও অসহায় জনসাধারণের মধ্যে বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য তেরাজ উদ্দিন নাজিমের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে প্রায় শতাধিক দুঃস্থ ও অসহায়দের মধ্যে শাড়ি, লুঙ্গি সহ বিভিন্ন ধরণের বস্ত্র বিতরণ করেন তিনি। এসময় তেরাজ উদ্দিন নাজিম বলেন, ড. এ কে আব্দুল মোমেন একজন উচ্চ শিক্ষিত ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি দেশের মাটি ও মানুষের টানে বিদেশের বিলাসী জীবন ত্যাগ করে বঙ্গবন্ধুর কন্যা বিশ্ব শান্তির অগ্রদূত ও উন্নত বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আপনাদের জন্য কাজ করতে দেশের মাটিতে আসেন। আমি আপনাদের সবার কাছে ড. মোমেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি। সুখে দুঃখে পাশে থেকে সব সময় আপনাদের সেবা করার সুযোগ পাই সেজন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিক লীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, কান্দিগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন প্রমুখ।
এছাড়াও সদর উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।