সরকার দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে অগ্রণি ভূমিকা করছে : ডা. আরমান শিপলু
শুরু হল অন্তঃ ১৬ নং ওয়ার্ড দ্বৈত
ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৯
সিলেট নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে অন্তঃ ১৬ নং ওয়ার্ড দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৯। টুর্ণামেন্ট আয়োজন করেছে ১৬ নং ওয়ার্ড যুব সমাজ, সিলেট মহানগর। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় এসএস ফাইটার্স ও কাইয়ূম জুটি। গত বুধবার রাতে টুর্ণামেন্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ হান্নাননের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজ্জাদুর রহমান সাজুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মিনাল চৌধুরী, সাইদুল হক সাইদ, জুনেল আহমদ, আমির হোসেন রনি, আলী আহমদ, জামিল হোসেন, আবি আহমদ, শেখ নাসির উদ্দিন, রুবেল হোসেন, ফাহিম আহমদ, কাইয়ূম হোসেন, অহি আহমদ, আকাশ আহমদ, আমিন আহমদ, আব্দুল মুমিন, রাজু আহমদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে আরমান আহমদ শিপলু বলেন, বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে বিশ্বে সুনামের স্বাক্ষর রেখে চলেছে। জাতীয় পর্যায়ের খেলোয়ার তৈরি করতে হলে স্থানীয় টুর্ণামেন্ট বেশি করে আয়োজন করা জরুরী। বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে আন্তরিকতার সাথে কাজ করছে। স্থানীয় পর্যায়ে এরকম টুর্ণামেন্টের পাশে আমি অতীতের ন্যায় ভবিষ্যতেও থাকবো।