নর্থ ইস্ট মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
নর্থ ইস্ট মেডিকেল কলেজের এমবিবিএস ২২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবি’র ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লি. এর পরিচালকদের মধ্যে স্পৃহা আছে বলেই তারা শুধু মেডিকেল কলেজের মধ্যে সীমাবদ্ধ না থেকে নার্সিং কলেজ, ডেন্টাল ইউনিট, হেলথ টেকনোলজিসহ আরও কয়েকটি স্পেশালাইজড ইউনিট চালু করেছেন। বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী প্রতিষ্ঠানের যে চিত্র তুলে ধরেছেন, তা প্রতিষ্ঠান হিসাবে গর্ব করার মত।’
রবিবার সকালে ১নং ফাহিম লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিসি ফরিদ উদ্দিন আহমদ বলেন, ‘প্রতিষ্ঠান হিসাবে তোমরা সেরা প্রতিষ্ঠানকেই বেছে নিয়েছ। বর্তমানে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সেবায় দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। উক্ত প্রতিষ্ঠানটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি ও জেনারেল মেডিকেল কাউন্সিল, ইউকে এর তালিকা ভুক্তিসহ ইউরোপিয়ান মেডিকেল এসোসিয়েশন কর্তৃক এওয়ার্ড প্রাপ্ত হয়েছে।’
গেস্ট অব অনার এর বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি অধ্যাপক ডা. মো. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, ‘নর্থ ইস্ট মেডিকেল কলেজের জন্মলগ্ন থেকেই আমি উক্ত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি। হাঁটি হাঁটি পা পা করে আজ এ প্রতিষ্ঠানটি তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সেবায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে এ প্রত্যাশা রইল।’
বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন এর ডিন অধ্যাপক ডা. মো. ময়নুল হক বলেন, ‘সিলেট তথা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর মধ্যে নর্থ ইস্ট মেডিকেল কলেজ একটি অন্যতম কলেজ।’
নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোজ্জির আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাব্বির আহমেদ ও কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তনুশ্রী সরকারের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফিজ মৌলানা মো. মামুনুর রশিদ চৌধুরী। পরবর্তীতে স্বাগত বক্তব্য রাখেন গাইনী এন্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাহিদ ইলোরা।
অনুষ্ঠানে এমবিবিএস কোর্সের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নতুন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আব্দুস শাকুর স্বপন ও তান্নি দে এবং পুরাতন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ২য় বর্ষের ছাত্রী প্রতাশা থাপা এবং ৩য় বর্ষের ছাত্র তানভীর হোসাইন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ রক্তদাতা সংগঠন “জীবন” এর পক্ষ হতে ৩য় বর্ষের ছাত্র রুহেল আহমদ বক্তব্য প্রদান করেন। নবীন শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা. মনি মোহন মুখার্জী। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের পরিচয় তুলে ধরা হয় এবং ফুল দিয়ে বরণ করা হয়।
শিক্ষকমন্ডলীর পক্ষ হতে এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. হামিদা খাতুন, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মাহমুদা কামরুন নাহার, বায়োকেমিষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুল হোসেন আজাদ, একাডেমিক কো-অর্ডিনেটর ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মীর মাহবুবউল আলম, মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান ও কমিউিনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুল খালিক বড়ভূইয়া বক্তব্য প্রদান করেন। নর্থইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর পরিচালকবৃন্ধের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. একেএম হাফিজ, এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, জনাব আবু আহমেদ সিদ্দিকী, অধ্যাপক ডা. আজিজুর রহমান প্রমুখ।