পররাষ্ট্রমন্ত্রী হয়ে প্রথমবার সিলেটে আসছেন ড. মোমেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে প্রথমবার সিলেটে আসছেন ড. একে আব্দুল মোমেন এমপি। তিনি আগামী ১৫ জানুয়ারি মঙ্গলবার দুদিনের সফরে সিলেটে আসবেন।

সফরসূচীর মধ্যে রয়েছে- মঙ্গলবার সকাল ৯ টা ৪৫ মিনিটে ঢাকাস্থ বাসভবন থেকে রওয়ান, ১০টা ৪৫মিনিটে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন, ১১টা ৩৫মিনিটে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন, দুপুর ১২টায় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ও ১২টা ২০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করবেন। এরপর সাড়ে ১২টার দিকে হযরত শাহপরাণ (রহ:) মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, মাজার জিয়ারত শেষে ১২টা ৫০ মিনিটে রায়নগর পারিবারিক কবর জিয়ারত করবেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এরপর ১টা ৩০ মিনিটে সিলেটস্থ নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে যাবেন, বিকাল ৪টায় সিলেট বিভাগীয় স্টেডিয়াম বিপিএল খেলার উদ্বোধন ও বিকাল ৫টা ৩০ মিনিটে হাফিজ কমপ্লেক্সে জেলা ও মহানগর আ.লীগের সাথে মতবিনিময় সভা করবেন।

১৬ জানুয়ারি বুধবার সকাল ১০টায় সার্কিট হাউসে সিলেট বিভাগীয় ও জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়, দুপুর ১২টায় জেলা পরিষদ কর্তৃক পরিষদের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দুপুর ১টায় হাফিজ কমপ্লেক্সে সিলেট সদর উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও বিকাল ৩টায় হাফিজ কমপ্লেক্সে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করবেন।
এরপর সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এ বিভাগের অন্যান্য