শীতার্ত মানুষের পাশে জনতা ব্যাংক
আর্ত মানবতার সেবায় জনতা ব্যাংক অঙ্গীকারবদ্ধ। তাই প্রতি বছরের ন্যায় এবারও জনতা ব্যাংক দেশব্যাপী শীতার্ত মানুষের
মাঝে শীতবস্ত্র বিতরনের উদ্যোগ গ্রহন করেছে।
এরই অংশ হিসাবে আজ রবিবার সন্ধ্যায় লালদিঘীরপাড়স্ত জনতা ব্যাংক লিমিটেড সিলেট কর্পোরেট শাখা কর্তৃক স্থানীয় হত দরিদ্রদের মাঝে শীতবন্ত্র বিতরণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ব্যাংকের জিএম আসাদুজ্জামান
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কর্মকর্তাগণ ছাড়াও এরিয়া অফিসের ডিজিএম জনাব আব্দুল ওয়াদুদ, শাখা প্রধান-ডিজিএম সনদীপ কুমার রায় ও স্থানীয় সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।