খোকার সকাল, মো.মিজাহারুল ইসলাম
রাতের দ্বারে খিল লাগিয়ে জাগলো সোনার ভোর,
খোকার চোখের ঘুম পালালো কাটলো ঘুমের ঘোর।
থেকে থেকে ডাকছে শিয়াল গাইছে পাখি গান,
মধুর সুরে আসছে ভেসে মোয়াজ্জিনের আযান।
সোনার অরুণ লোহিত বরণ উড়ছে বকের পাল,
টিক টিক টিক চলছে ঘড়ি বাড়ছে সময়কাল।
বনে বনে ফুল ফুটেছে পড়ছে মাঘের শিশির,
ফুলে ফুলে উড়ছে ভ্রোমর খোঁজছে রোদের ভীড়।
জাগছে কৃষক মাঝি মল্লা জাগছে নদীর তীর,
কেমন করে থাকবে ঘরে খোকন সোনা বীর?