প্রধানমন্ত্রীকে শাহজাহান চৌধুরী অভিনন্দন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরঙ্কুশ বিজয় লাভ করায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা দায়রা জজ আদালতের সহকারী পিপি কোম্পানীগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তিনি। অভিনন্দন বার্তায় এডভোকেট শাহজাহান চৌধুরী বলেন, “উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে দেশের জনগণ ভোটের মাধ্যমে চতুর্থবারের মতো জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করেছেন। অতীতের মতো এবারো জনগণের সেই আশা পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।”পাশাপাশি জননেত্রী শেখ হাসিনাসহ নব-নির্বাচিত সকল সংসদ সদস্যকে এডভোকেট শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন জ্ঞাপন করছি । এছাড়াও তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করার জন্য জনগণের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।