ইমরান আহমদ চৌ. সংসদ নির্বাচিত হওয়ায় পিপি শাহজাহান চৌধুরী অভিনন্দন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনের প্রখ্যাত সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌ. সংসদ সদস্য নির্বাচিত হওয়ায়। অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা দায়রা জজ আদালতের সহকারী পিপি কোম্পানীগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী।তিনিবলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ বিজয় শুধু ইমরান আহমদ বিজয় নয়, এটা সারা সিলেটবাসীর বিজয়। আমাদের বিজয়। উল্লেখ্য ইমরান আহমদ চৌ. সমর্থনে এডভোকেট শাহজাহান চৌধুরীর কর্মীরা যেভাবে নৌকার পক্ষে বিভিন্ন সময় গণসংযোগ, লিফলেট বিতরণ সহ নানা ধরনের প্রচারনামূলক কাজ করেছেন তা সফল হয়েছে। এজন্য তিনি শ্রমিকদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।