জয়া সেন সংসদ নির্বাচিত হওয়ায় সামছুলক হক চৌধুরীর অভিনন্দন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসনে প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তের্য নির্বাচিত হওয়ায়। অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, ও সমাজসেবক, এডভোকেট সামছুলক হক চৌধুরী। তিনিবলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ বিজয় শুধু ড. ড. জয়া সেনগুপ্তের বিজয় নয়, এটা সারা সুনামগঞ্জবাসীর বিজয়। আমাদের বিজয়। উল্লেখ্য ড. জয়া সেনগুপ্তের সমর্থনে এডভোকেট সামছুলক হক চৌধুরীর কর্মীরা যেভাবে নৌকার পক্ষে বিভিন্ন সময় গণসংযোগ, লিফলেট বিতরণ সহ নানা ধরনের প্রচারনামূলক কাজ করেছেন তা সফল হয়েছে। এজন্য তিনি শ্রমিকদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।