সুনামগঞ্জ-৩আসনে ‘উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় এম এ মান্নান’র বড় জয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিজয়ের হ্যাট্রিক করলেন মহাজোট প্রার্থী প্রতিমন্ত্রী এম এ মান্নান।
রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুরে নৌকা পেয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৬ শত ৫১ ভোট। ধানের শীষ পেয়েছে ৫১ হাজার ৪৭ ভোট। এম এ মান্নান ১ লক্ষ ২০ হাজার ৬০০ শত ৪ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
এম এ মান্নানের বিজয়ে আনন্দে ভাসছে পুরো সুনামগঞ্জ-৩ আসনের আপামর জনতা আর বিভিন্ন ইউনিয়ন থেকে আসছে বিজয় মিছিল।