সিলেট-১ আসনের প্রার্থী মোমেন-মুক্তাদির এক সাথে
রাজনৈতিক সৌহার্দ আর সম্প্রীতির দেখা মিলে সিলেটের প্রতিটি সামাজিক অনুষ্ঠানে। তারই প্রতিফলন পাওয়া গেল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে সিলেট নয়াসড়কস্থ গীর্জায়। মঙ্গলবার সকালে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন এবং বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির একসাথে বড়দিনের কেক কাটেন।
উসবে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।