উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জগদল ইউনিয়নে নৌকার সমর্থনে নির্বাচনী পথসভা
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জগদল ইউনিয়নে নৌকার সমর্থনে নির্বাচনী পথসভা
বেলা ১টায় স্হানীয় রতনগঞ্জ বাজারে, ৩ টায় স্হানীয় হোসন পুর বাজারে, ৫ টায় স্হানীয় নগদীপুর বাজারে
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে আওয়ামীলীগ মনোনীত মহাজোটের সংসদ সদস্য পদপ্রার্থী ড. জয়া সেন গুপ্তের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার সমর্থনে পথসভা অব্যাহত রেখে যাচ্ছেন স্থানীয় নেতৃবৃন্দ।
গত কয়েকদিন যাবত গনসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন তারা । নির্বাচনী প্রচার প্রচারনায় স্হানীয় আওয়ামীলীগ,
যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজকের
নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অবনী মোহন দাস, আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর কার্যকরী সভাপতি এড. সামছুল হক চৌধুরী, সিলেট এম.সি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসাইন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য অনুকুল তালুকদার ডাল্টন, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান এওর, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, আওয়ামীলীগ নেতা ছইল মিয়া, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দিরাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিবলী আহমেদ বেগ, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা এটি এম শফিকুল ইকবাল,সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সুমন বাপ্পী সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে আওয়ামী লীগে ভোট দেওয়ার আহবান জানান।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর কার্যকরী সভাপতি জননেতা জনাব এড. সামছুল হক চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ব শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৩০শে ডিসেম্বর মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান।
তিনি বলেন, নৌকা হলো স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক। নৌকা হারলে শেখ হাসিনা হেরে যাবেন, হেরে যাবে বাংলাদেশ। তিনি নৌকাকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সেইসাথে স্বাধীনতার রক্তিম সূর্য অস্থমিত হবে ও অন্ধকারে পথ হারাবে বাংলাদেশ। তাই গনতন্ত্র রক্ষায় নৌকার বিজয় নিশ্চিত করা ছাড়া আর কোন পথ খোলা নেই আমাদের। গ্রাম-বাংলার পথে-প্রান্তরে মুজিব সৈনিকদের ঝাপিয়ে পড়ে নৌকার বিজয় ছিনিয়ে এনে বিশ্বনেত্রী শেখ হাসিানাকে আবারো বাংলার মসনদে বসাতে হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ কোন ব্যক্তি বা গোষ্টি নয়, মুক্তিযুদ্ধের প্রতীক শুধু নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নেত্রীর নির্দেশকে সম্মান করে আসন্ন জাতীয় নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বঙ্গবন্ধুর নৌকাকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।