ছাড়া পেলেন নাসিম হোসাইন
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে আটকের প্রায় ৩ ঘন্টা পরে ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার রাত পৌণে ৩টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,নাসিম হোসাইনের জামিনের কাগজ পত্র চেক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য গতকাল শনিবার রাত সাড়ে ১২টায় নাসিম হোসাইনকে তার তাতিপাড়ার বাসা থেকে কোতোয়ালী থানায় নিয়ে আসা হয়।