সিলেট সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ খরচে
ভোটের প্রচারে নিজ খরচে সিলেট এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট এসে পৌঁছেন তিনি।
সেখান থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর শাহপরান (রহ.) ও বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন। পরে দুপুর ৩টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
শেখ হাসিনা বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে সরকারি খরচে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ সুবিধা থাকলেও সেটি গ্রহণ না করে তিনি সিলেট এসেছেন নিজ খরচে। সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেট এসে মাজার জিয়ারত, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলেও বক্তব্য রাখেন।
সিলেট থেকে নির্বাচনী প্রচারণা সকল রাজনৈতিক দলের রেওয়াজ হলেও এবার বঙ্গবন্ধুর কন্যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেও বাদ যায়নি সিলেট সফর। পুরনো রেওয়াজ অনুযায়ী মাজার জিয়ারতের মধ্য দিয়েই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামলেন শেখ হাসিনা।