ঢাকায় নৌকা প্রতীকে ভোট চাইলেন শেখ হাসিনা
রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের অধীন নির্বাচনী এলাকার প্রার্থীদের জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে পাশে ডেকে প্রার্থীদের একে একে পরিচয় করিয়ে দেন তিনি। এসময় শেখ হাসিনা বলেন,নিজেদের ভাগ্য পরিবর্তন নয় বরং দেশের মানুষের উন্নয়ন করাই মূল লক্ষ্য। ধানের শীষ মানেই দুর্নীতি, মানি লণ্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ। আর নৌকা মার্কা মানে মানুষের কল্যাণ হওয়া, উন্নয়ন। তাই আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। আজ রাজধানী গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দীর্ঘদিন পর দেশের কূটনৈতিক জোন হিসেবে পরিচিত এ এলাকায় রাজনৈতিক দলের সমাবেশ অনুষ্ঠিত হলো।