সিলেটে নৌকার পালে জয় তুলতে কামরান-আরমান যাচ্ছেন ঘরে ঘরে
মবরুর আহমদ সাজু:
সবকিছু ভূলে আবারো নৌকায় ভোটের জন্য ভোট ভিক্ষায় নেমেছেন আ’লীগের কেন্দ্রীয় নেতা ও মহানগর কমিটির সভাপতি সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এবং তার ছেলে ডা,আরমান আহমদ শিপলু। সিলেট-১ (সদর) আসনে ড. একে আবদুল মোমেনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বদর উদ্দিন আহমদ কামরান, অপরদিকে পিতার পথেই হাঁটছেন তার ছেলে সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা,আরমান আহমদ শিপলু। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দেখাগেছে,সিলেটে ১ আসনে দিনরাত বৃষ্টি উপেক্ষা করে নৌকার পালে জয় তুলতে কামরান-আরমান যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে । এ বিষয়ে ছাত্রলীগ নেতা বাসিত,ইজদানী,আরাফাত জানান আরমান আহমদ শিপলু প্রতিদিন তরুণ প্রজন্ম কে সঙ্গে নিয়ে পাড়া মহল্লায় ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে ,আর কামরান ছুটছেন সিলেট সদরের পল্লীতে ।এ প্রসঙ্গে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সিটি নির্বাচনে কামরানের নৌকা ডুবিয়ে দিয়েছিল দলের একটি অংশ। সেখান থেকে শিক্ষা নিয়ে আ’লীগের নেতাকর্মীরা এখন নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। নেতাকর্মীরা মনে করেন সিটি নির্বাচন আর সংসদ নির্বাচন এক নয়। দল ক্ষমতায় থাকলে নেতাকর্মীরা সুযোগ-সুবিধা পাবেন, না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন- এমন মন্ত্রে উজ্জীবিত হয়ে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় দেখতে চান স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা। টানা ৩ বার নৌকাকে বিজয়ী করে হ্যাটট্রিকের আশায় স্থানীয় আ’লীগ। আর আরমান আহমদ শিপলু বলছেন সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেনের পক্ষে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রতিদিন ঘরে ঘরে দলীয় নেতৃবৃন্দ নিয়ে বিগত ১০ বছরের আওয়ামী সরকার ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের বার্তা তুলে ধরেন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তারা। সম্প্রতি সিলেট মহানগর আ’লীগের বর্ধিত সভায় সিলেট-১ আসনের মহাজোট প্রার্থী আবদুল মোমেনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয় বদরউদ্দিন আহমদ কামরানকে এবং সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয় মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। জানতে চাইলে সাবেক মেয়র বদরউদ্দিন কামরান যুগান্তরকে জানান, সিটি নির্বাচন আর সংসদ নির্বাচন এক নয়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তারই ধারাবাহিকতা রক্ষায় সচেতন মানুষ এবারও স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দেবেন। আ’লীগের সর্বস্তরের নেতাই চান শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আসুক। সেটা করতে হলে এ আসনে নৌকার বিজয়ের বিকল্প নেই। সে লক্ষ্যেই আবদুল মোমেনকে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে সবাই ঐক্যবদ্ধ। তিনি জানান, যারা নৌকার বিপক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।