মহান বিজয় দিবসে মুখরিত সিলেট শহীদ মিনার

মহান বিজয় দিবস আজ। বাংলাদেশ নামক ভূখণ্ডের স্বাধীনতা ছিনিয়ে আনতে যারা প্রাণ দিয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, সেই সব বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি।

রবিবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদন। সিলেট শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামীলীগ, জেলা ও মহানগর বিএনপি, জেলা ও মহানগর ছাত্রদল, জেলা ও মহানগর জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, মহিলা আওয়ামীলীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষ সকাল থেকেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। কঠোর নিরাপত্তায় চলছে শ্রদ্ধা নিবেদন।

বর্তমানে ফুলে ফুলে সুশোভিত হয়ে ওঠেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদী। উৎসবমুখর পরিবেশে এখনও চলছে পুষ্পার্ঘ্য অর্পণ।সাধারণ মানুষের পদাভারে মুখরিত সিলেট শহীদ মিনার এলাকা । ছোট বড় সবাই এসেছে জাতির বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে।

এ বিভাগের অন্যান্য