তরুণ প্রজন্মমকে সঙ্গে নিয়ে সিলেটে সরগরম ভোটের মাঠ

বিজয় নিশ্চিতে ভোটারদের মন জয়ে মরিয়া প্রার্থীরা
বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা

মবরুর আহমদ সাজু :
জাতীয় সংসদ নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়ছে সবখানে। তবে কেউ কেউ বলছেন, ভোট নিয়ে চাপা উত্তেজনাও আছে। রয়েছে কিছু উদ্বেগ- আশন্কাও। তবে সব ছাড়িয়ে সারা সিলেটে এখন ভোটের জটে সরগরমঅ মোড়ে মোড়ে প্রার্থীরা কর্মী সমর্থকদের জটলা। চলছে পথসভা, প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা। বিজয়ের মাসেই ৩০ ডিসেম্বর ভোট উৎসব হবে । হাতে সময় খুবই কম। উৎসব মুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু পর সিলেটে পাল্টে যাচ্ছে রাজনীাতর অবয়ব । এরই মধ্যে নিজের পক্ষে ভোটের জোয়ার তুলতে হবে। এ জন্য নতুন নতুন ছক নিয়ে মাঠ গরমের চেষ্টা চালাচ্ছেন কর্মী-সমর্থকরা। প্রার্থীরা ভোটারদের সঙ্গে হাত মেলাচ্ছেন, বুকে টেনে নিচ্ছেন প্রবীণদের। বয়স্ক নারী ভোটারদের হাত নিজের মাথায় রেখে আশীর্বাদ চাচ্ছেন। এলাকার উন্নয়নে দিচ্ছেন মুখরোচক নানান প্রতিশ্রুতি। শহর থেকে গ্রাম-বন্দর, হাটবাজার, রাস্তাঘাট- সর্বত্রই চিত্র নির্বাচনের হাওয়া। প্রতীক বরাদ্দের পরপরই বিভিন্ন জোট ও দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েন। শুভপ্রতিদিনের একটি সরেজমিন ঘুরে দেখেছেন। বুধবার দিনভর নগরী ও জেলার বিভিন্ন আসনের প্রার্থীরা ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে গণসংযোগ করেছেন। এদিকে প্রার্থীদের পক্ষে ব্যানার, পোস্টার তেমন একটা দেখা না গেলেও মিছিল ও মাইকিং হচ্ছে। ভোটারদের মাঝে বিতরণ করা হচ্ছে পোস্টার-লিফলেট। প্রতীক বরাদ্ধের পর নিজ দলের বিজয় নিশ্চিতে মরিয়া প্রার্থীরা নানাভাবে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। সরেজমিন ঘুরে দেখা যায় ভোর থেকেই প্রচারণায় প্রার্থীরা বিশেষ করে সিলেট ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির সিলেট সদর উপজেলার টুকের বাজার সহ আসে পাশের এলাকায় প্রচারণা করেন। এসময় তাদের দলীয়নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর ১১টায় নগরীর আম্বরখানা, সাপ্লাই এলাকায় গনসংযোগ করবেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড. এ.কে.এম মোমেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ জণগণের মাঝে তাদের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন এবং ঐক্যফ্রন্টের মনোনীত প্রাথী খন্দকার আব্দুল মুক্তাদির টুকের বাজারের বিভিন্ন জায়গায় গণসংযোগ করে বলেছেন গণতন্ত্রের বিজয়ের জন্য এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে ভোটারদের মাঝে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। দিন যত এগুচ্ছে ততই সিলেট যেন সরগরম হচ্ছে,স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলোতে চলছে মিছিল-মিটিং ও পথসভা। সিলেটে ভোটের উত্তাপ জানতে চাইলে সিলেট কৃষি বিশ্ববিদ্যায়ের রেজিষ্টার বদরুল ইসলাম সোয়েব দৈনিক শুভপ্রতিদিন কে বলেন বলেন,‘পুরো দেশ এখন ভোট উৎসবে মেতে উঠেছে। আনন্দের ব্যাপার হলো গণতান্ত্রিক বিজয়ের মাসে সব দলের অংশগ্রহণে ভোট হচ্ছে । তাই দলমত নির্বিশেষে এই ভোট নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। জনগণের রায় উন্নয়ন ও মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকা। নির্বাচনে বাংলার জনগণ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের প্রতীক শেখ হাসিনার নৌকার পক্ষে রায় দিবে। অগামী নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মধ্যদিয়ে প্রমাণিত হবে স্বাধীনতার মূল্যবোধ চেতনা বিজয়ী হবে নাকি স্বাধীনতার বিরোধীরা বিজয়ী হবে। শাবিপ্রবির ছাত্রলীগের সাবেক সাধারন সসম্পাদক মাসুম বিল্লাহ বলেন নৗকা গণতন্ত্রের প্রতীক, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশ আজ এগিয়ে যাচ্ছে সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভোটের মাঠে সরব রয়েছেন তারা ইতোমধ্যে শাবিপ্রবির ছাত্রলীগের সাথে দফায় দফায় তারা মতবিনিময় করে চলেছেন তাছাড়া প্রচার প্রচারণা চালিয়ে নিজেদের অবস্থান তৈরীর চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি নেই। কোনোভাবেই যাতে এই উৎসাহ-উদ্দীপনায় ভাটা না পড়ে নির্বাচন কমিশনকে তা বিষয়টি নিশ্চিত করতে হবে।’ এদিকে দিনবর প্রচারনায় সিলেটে মেতে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট চেয়ে বুধবার সিলেট সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী উজ্জ্বল রায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে কোদাল মার্কায় ভোট চেয়ে সিলেট সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ প্রার্থী প্রণব জ্যোতি পাল ধনী-গরিব বৈষম্য দূর করতে মই মার্কায় ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। সিলেটে জয়ের হিসাব কষতে প্রবীণদের পাশাপাশি তরুণদের মন জয়ে প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেনপ্রাথীরা বলছেন নবীন প্রজন্মদের সাথে নিয়ে তারা বিজয় অর্জন করতে চান। প্রার্থী ছাড়াও তাদের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, দলীয় কর্মী-সমর্থক-শুভান্যুধায়ীরাও ভোটের মাঠে। নির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। প্রচারের তৃতীয় দিন পার হয়েছে বুধবার। এদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ ও কুশল বিনিময় করছেন প্রার্থীরা। আনুষ্ঠানিক প্রচার শেষ হওয়ার আগ পর্যন্ত এভাবেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা দোয়া ও ভোট চাইবেন বলে জানান তাদের সমর্থকরা। প্রার্থী, তাদের সমর্থক ও সাধারণ ভোটাররা জানিয়েছেন, নির্বাচনের আলোচনাই এখন ‘টক অব দ্য কান্ট্রি’। নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে সবখানে। তবে কেউ কেউ বলছেন, ভোট নিয়ে চাপা উত্তেজনাও আছে। রয়েছে কিছু উদ্বেগ-আশঙ্কাও। তবে সব ছাপিয়ে সারা দেশে এখন ভোটে সরগরম। মোড়ে মোড়ে প্রার্থীর কর্মী-সমর্থকদের জটলা। চলছে পথসভা, প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা। সিলেট-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৩ হাজার ৫২০ জন ভোটারের অভিভবাবক হতে নির্বাচনে সিলেট-১ আসনে ১০জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকে ড. একে আব্দুল মোমেন (নৌকা), বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের (আইওজে) মুহম্মদ ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপুলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উজ্জল রায় (কোদাল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রণব জ্যোতি পাল (মই), বাংলাদেশ মুসলিম লীগের মো. আনোয়ার উদ্দিন বুরহানাবাদী (হারিকেন), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন (বটগাছ) প্রতীক প্রতীকে নবীন প্রজন্মম কে নিয়ে লড়বেন।

এ বিভাগের অন্যান্য