নেতার অভিলাষ:মো.মিজাহারুল ইসলাম
বজ্র কন্ঠে স্লোগান হবে-মিছিল করবে আমজনতা,
হাত উঁচিয়ে বলবে কথা কাঁধে কাঁধ চলবে নেতা,
আগে পিছে হাজার লোক,
বলবে নেতা মিছিল হোক,
অতি খাসা আমার নেতা হবেন তিনি দেশের ত্রাতা।
এমপি হয়ে বসবে চেয়ারে মন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ,
রেসকোর্সে ডাকবে সভা স্বপ্ন বুনে চলবে ভাষণ।
ভাষণ হবে অগ্নি গোলা,
বাতাস ফুঁড়ে উড়বে ধুলা ,
মন্ত্রী হলেই নিভবে আগুন রাজ্য পাবে ন্যায়ের শাসন!