বিকল্পধারার এমএম শাহীন নৌকা’ পেয়ে সিলেটে মাজার জিয়ারতে
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ এম এম শাহীন।
শুক্রবার দুপুরে মনোনয়ন নিশ্চিতের খবর পাওয়ার পর এম এম শাহীন সিলেটে পৌঁছে হযরত শাহ্ জালাল (র.), শাহ্ পরান (র.) এর মাজার জিয়ারত করেছেন।
এদিকে মহাজোটের নৌকা প্রতীকের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তাঁর সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিকল্পধারা বা যুক্তফ্রন্টের জন্য নৌকা প্রতীকে তিনটির বেশি আসন দেয়া সম্ভব নয়। বাকিগুলো আসনে তারা নিজেদের প্রতীকে করতে পারবেন।
মহাজোট থেকে যে তিনটা আসন পেয়েছে বিকল্প ধারা বাংলাদেশ সেগুলো হলো মুন্সীগঞ্জ-১ থেকে প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী, লক্ষীপুর-৪ বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এবং মৌলভীবাজার-২ বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।