মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

৬ ডিসেম্বর মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বড়লেখা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এক বর্ণাট্য র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালীশেষে বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বড়লেখা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিস দে শুভ্রের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধূরী, বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এড গোপাল দত্ত বাবলু,৬ নং সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, তালিম্পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুনাম উদ্দিন সুনাই বন্ধু, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ কৃষি ও সমবায় সম্পাদক নিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান,পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, মীম টিভি(ইউ,এস,এ)-এর বাংলাদেশের প্রধান মার্কেটিং ডিরেক্টর ও প্রযোজক মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বড়লেখা মুক্তিযোদ্ধা কমান্ডের সহ-ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল হান্নান, সুবেদার আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সন্তান মোঃ মুমিনুর রহমান টনি,
বড়লেখা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক মোহাম্মদ শাহজাহান, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ন-সাধারণ সম্পাদক-জহিরুল ইসলাম প্রমূখ।

এ বিভাগের অন্যান্য