ভোটের ছড়া: নিজামুল হক হামিদী

 

আয়রে তরুণ দলে দলে
মিলাই হাতে হাত
দুষ্ট কাকে খায় না যেন
দুধে মাখা ভাত।

দেশটা স্বাধীন কর‌তে অ‌নেক ত্যাগ ক‌রে‌ছেন পিতা
তাঁর কন্যার হা‌তে থাক‌ছে
উন্নয়নের ফিতা।

দে‌শের মানুষ রাখ‌তে সুখী
করে উঁচু মাথা
শোন তরুণ, ধরতে হবে
তাঁর মাথার ঐ ছাতা।

শেখ হাসিনা হাসলে জে‌নো
হাস‌বে তোমার দেশ
নৌকা দে‌খে ব্যালট মে‌রো
করে গেলাম পেশ।

 

এ বিভাগের অন্যান্য