মেয়ে :মো.মিজাহারুল ইসলাম
মেয়ে
মোঃ মিজাহারুল ইসলাম
লক্ষ্মী মেয়ের সোনা মুখে রবির কিরণ লেগে,
খুশি জোয়ার ঢেউ খেলে যায় আলোর গতিবেগে।
দীঘল কালো কেশর যেন বাড়ায় রূপের বাহার,
সেই কেশেতে রূপের খেলায় বিজলী চমকে তাহার।
হাত দুটি তার স্বর্ণলতা সোনার বরণ কায়,
যেন গাছের শাখায় জড়িয়ে আছে হলদে ইশারায়।
কাজল কালো চোখের তারায় আলোর মশাল জ্বেলে,
আলোক ছড়ায় বিশ্ব ধরায় জড়িয়ে মায়ার জালে।
মায়ার জালে মায়া ছড়ায় কাড়ে সকল মন,
এমন মায়া ছিন্ন করে কোন সে মহাজন।
আধু আধু মুখের কথায় যাদুর মতন সুখ,
অস্ফুট তার মুখের ভাষায় জুড়ায় যেন বুক।
সোনা মুখে চাঁদের হাসি- হাসি ভুবনময়,
এই হাসিতেই সোনার মেয়ে বিশ্ব করুকক জয়।