রাত্রীর যাত্রী শুভমুক্তি উপলক্ষে সহযাত্রীদের উদ্যোগে সিলেটে মতবিনিময়
আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত বাংলা সিনেমা ‘রাত্রির যাত্রী’।
এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমি। ছবিটির শুভমুক্তি উপলক্ষ্যে মঙ্গলবার (০৪ ডিসেম্বর) রাতে রাত্রীর যাত্রীর সহযাত্রীদের উদ্যোগে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটের তরুণ সমাজ ও মিডিয়া ব্যাক্তিত্বদের নিয়ে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সংস্কৃতিকর্মী মবরুর আহমদ সাজু’র সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা টিভি ও যায়যায়দিনের সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস, দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়ছল আহমদ মুন্না।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, সংস্কৃতিক ব্যাক্তিত্ব জহির চৌধুরী, সিলেট সিলেট জেলা প্রেসক্লাব সদস্য শাহজাহান সেলিম বুলবুল, দৈনিক আলোকিত সময়ের সিলেট ব্যুরো প্রধান সুলতান সুমন, রাত্রির যাত্রী সিনেমার সহকারী পরিচালক ও অভিনেতা মাইম সৈকত, ড্রীম সিলেট ডট কমের সম্পাদক শেখ আব্দুল মজিদ, দৈনিক সবুজ সিলেটের আলোকচিত্রী মো. ইদ্রিছ আলী, সিলেট টুয়েন্টিফোর ডট কমের নির্বাহী সম্পাদক নুরুদ্দীন রাসেল, সাংবাদিক করিম আহমদ, মিঠু দাস জয়, এমএ ওয়াহিদ চৌধুরী, স্বর্ণালী সাহিত্য পর্ষদ এর জুয়েল আহমদ সহ প্রমূখ।
বক্তারা বলেন, নানান প্রতিবন্ধকতা পেরিয়ে ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রস্তুত। ইতিমধ্যে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে।
উল্লেখ্য, এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। অন্যান্য চরিত্রে আছেন স¤্রাট, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, শহিদুল আলম সাচ্চু, সালাউদ্দিন লাভলু, নায়লা নাঈম, আনন্য জামান, সোনিয়া হোসেন, তানিয়া ইসলাম রিতু, ম আ সালাম, আশরাফ কবির, কালা রেবেকা রউফ, শিমুল খান, জিয়া তালুকদার,কালা আজিজ, চিকন আলী ও প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।-বিজ্ঞপ্তি