মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: শোয়েব

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, আমাদের জীবনকে উপভোগ করতে, পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ও পরিমিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। পাশাপাশি মানসিকভাবে জীবনযুদ্ধে জয় পরাজয়গুলোকে মেনে নিতে শেখায়। খেলাধুলা একদিকে যেমন শক্তি ও সাহস দেয় অন্যদিকে তা প্রেরণার উৎসও বটে।

তিনি বুধবার (৫ ডিসেম্বর) সকালে গোলাপগঞ্জ ক্রিকেট লিগ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, তৃণমূল পর্যায়ের এ ধরণের আয়োজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে অত্যন্ত সহায়ক। শৃঙ্খলা, নৈতিকতা ও প্রতিযোগিতামূলক এ ধরণের টুর্নামেন্ট আয়োজন অব্যহত রাখবে।

স্থানীয় মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গোলাপগঞ্জ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এ লিগ আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল আহমদ।

তারেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল গাফফার কুটি, গোলাম রসুল ইমন, মামুন আহমদ, জাকির আহমদ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য