সিলেটে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আপিলে ৭ জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গিয়ে বাছাই পর্বে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুরু হয়েছে। সোমবার থেকে এ আপিল কার্যক্রম শুরু হয়। বাছাই পর্বে বাতিল হওয়া সিলেট বিভাগের ৪৩ জন প্রার্থীরার মধ্যে প্রথম দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন বিভাগের ৭ প্রার্থী।

প্রার্থীরা হলেন সিলেট-৫ ফয়েজুল মনির চৌধুরী, সিলেট-৩ কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার-২ মহিবুল কাদির চৌধুরী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসেন বিএনপির মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ঐক্যফন্টের মনোনীত প্রার্থী রেজা কিবরিয়া ও ইসলামী ঐক্যজোটের জোবাইর আহম্মেদ এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধববপুর) আসনে ইসলামী ঐক্যজোটের মওলানা মো. সোলাইমান খান।

বাছাই পর্বে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সিলেট জেলার ৬ আসনের মধ্যে ১৫ জন। মৌলভীবাজার জেলায় ৪টি সংসদীয় আসনের মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল হয়। সুনামগঞ্জের ৫টি আসনের ১১জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। হবিগঞ্জে ৪ টি সংসদীয় আসনের মধ্যে ১২ মনোনয়নপত্র বাতিল হয়।

সোমবার প্রথম দিন ইসিতে আপিল করেছেন সিলেটে মনোনয়ন বাতিল হওয়া ৪৩ জনের মধ্যে ৭ জন।
বাতিল হওয়া প্রার্থীরা বুধবার পর্যন্ত আপিল করতে পারবেন। ৬, ৭ ও ৮ ডিসেম্বর আপিল শুনানি করে নিষ্পত্তি করবে কমিশন।

উল্লেখ্য, রোববার (২ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। সারাদেশে দাখিল করা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাইয়ের পর ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য