ধর্মঘট:মো.মিজাহারুল ইসলাম

 

শ্রমিক নেতা ভীষণ চেতা ডাক দিয়েছেন ধর্মঘট।
আমজনতা হইলো সেথা খেলার গুটি জ্যাকপট।

চলতে মানা দিচ্ছে হানা করছে ভীষণ উৎপাত,
কোন সে যীশু মারছে শিশু সেদিকে নেই দৃষ্টিপাত!

আসছে তেড়ে মারছে ঘেরে করছে কালি লেপন,
মুখে কালি চোখে কালি চলছে কালির বিজ্ঞাপন।

শ্রেষ্ঠ মানুষ পিষ্ঠ হয়ে করছে কত ছটফট,
কার ইশারায় হচ্ছে এসব নিত্য নতুন দৃশ্যপট?

আইনের কথা ফাইনের কথা পড়ছে বইয়ে চাপা,
কে কতটুক জীবন পাবে বাসের চাকায় মাপা?

মানুষগুলোর নাইকো হুশ কেমন জানি চুপচাপ!
শূন্য বিবেক দৈন্য মানুষ হয়না কারো অনুতাপ?

অমুক নেতা তমুক নেতা আর্জি নেতার কাছে,
তোমরা যদি হও গো শান্ত বাংলাদেশ’ই বাঁচে।

এ বিভাগের অন্যান্য