সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৮ জন আটক
আটকদের মধ্যে রয়েছেন-সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী, সিলেট সদর উপজেলা বিএনপি নেতা আবুল কাশেমসহ আটজন।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সিলেট শহীদ মিনারে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলাকালে পুলিশ অভিযান চালিয়ে আটজনকে আটক করে নিয়ে যায়।’
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলম কাওসার দস্তগীর বলেন, ‘পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটজনকে থানায় নিয়ে এসেছে। তাদেরকে থানায় রেখে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’