বিপিএলের ড্রাফটের প্রথম পর্ব শেষে ক্রিকেটাররা কে কোন দলে
৩৬৮ জন বিদেশি ক্রিকেটার ও দেশি ১৮৬ জনকে নিয়ে রোববার সকাল সকাল ১১টায় থেকে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ (বিপিএল) ষষ্ঠ আসরের খেলোয়াড় বাছাইয়ে নিলাম অনুষ্ঠান শুরু হয়েছে।
নিলামের প্রথম পর্বে শুধু দেশি ক্রিকেটারদের ড্রাফট সম্পন্ন হয়।
রংপুর রাইডার্স:
ড্রাফটের আগে:
মাশরাফি মর্তুজা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, এবিডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস।
ড্রাফটে
দেশি: শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ,
ঢাকা ডায়নামাইটস:
ড্রাফটের আগে:
সাকিব আল হাসান, সুনিল নারিন, রোবম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হাজরাতুল্লাহ জাজাই।
ড্রাফটে
দেশি: রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী,
সিলেট সিক্সার্স:
ড্রাফটের আগে:
নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, সোহেল তানবীর, স্বন্দীপ লামিছানে.
ড্রাফটে
দেশি: আফিফ হোসেন, তাসকিন আহমেদ , আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়
খুলনা টাইটান্স:
ড্রাফটের আগে:
মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলি খান।
ড্রাফটে
দেশি: জহুরুল ইসলাম অমি, শরিফুল ইসলাম , তাইজুল ইসলাম, মোহাম্মদ আল আমিন
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
ড্রাফটের আগে:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, অ্যাশলে গুনারত্নে, লিয়াম ডসন।
ড্রাফটে
দেশি: আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান,
রাজশাহী কিংস:
ড্রাফটের আগে:
মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার।
ড্রাফটে
দেশি: সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু,
চিটাগাং ভাইকিংস:
ড্রাফটের আগে:
সিকান্দার রাজা, লুক রঙ্কি, নাজিবুল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, মোহাম্মদ শেহজাদ, রুবি ফ্র্যাঙ্কলিন, মুশফিকুর রহিম।
ড্রাফটে
দেশি: মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ চৌধুরী রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান,