উল্টো প্রজা:মো.মিজাহারুল ইসলাম

 

অচীন রাজ্যের উল্টো প্রজা
উল্টো ছিল বুলি,
নিঁখুত কাজে মন্দ খোঁজে,
মন্দে দেয় হাততালি।

বিবেক তাদের হঠাৎ বিকল
গিরগিটি কায় রূপ,
খেকশিয়াল এ রাজ্য দখল,
উল্টো প্রজা চুপ।

সাদাটা কে ভাবতো কালো
অন্ধকার টা আলো।
সুখের শোকে উল্টো অসুখ,
অসুখ লাগে ভালো!

সত্য মর্মে মিথ্যে ভাবে
মিথ্যাটা কে সত্য,
পুব গগনে সূর্য ডুবে,
ভাবতো প্রজা নিত্য।

হঠাৎ শুনি উল্টো প্রজা
ধরলো রাজ্যের হাল,
দখল করলো রাজার আসন,
চালে নতুন চাল।

দখল হারা রাজ্য ছাড়া
হারিয়ে রাজা আসন,
নিত্য নিত্য দেখছে রাজা,
উল্টো প্রজার শাসন।

চলছে শাসন দিচ্ছে ভাষন
চলছে কথার বুলি,
উল্টো প্রজার শাসন সবই,
চলছে জোড়াতালি।

দেখলো প্রজা নিজ চোখে
অশ্ব ডিম্ব হালি,
রাজ্য শাসন ভোগায় ভীষণ,
উল্টো পাচ্ছি গালি।

রাজ্যের সকল পাচ্ছে কষ্ট
পারছিনা তো আর!
উল্টো প্রজা বুঝলো স্পষ্ট,
কুল কিনারা তার!

রাজ্য তবে রাজাই চালাক
উল্টো প্রজার রব,
রাজ্য ভালো রাজা ভালো,
পালটে গেল সব।

 

এ বিভাগের অন্যান্য