নির্বাচন কমিশনের উদ্যোগে সিলেটে ইভিএম প্রদর্শনী
নির্বাচন কমিশনের উদ্যোগে বিভাগীয় শহর সিলেটে শুরু হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী।
শনিবার (২৭ অক্টোবর) সিলেট জেলা পরিষদ চত্বরে ইভিএম প্রদর্শনী উপলক্ষে মেলার আয়োজন করেছে আঞ্চলিক নির্বাচনী কার্যালয়। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ডেমো ভোট গ্রহণ ও প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে মেলা প্রাঙ্গণে।
সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত আছেন অতিরিক্ত সচিব মুখলেছুর রহমান, যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান।
মেলা সফলভাবে সম্পন্ন করার জন্য এরই মধ্যে আঞ্চলিক নির্বাচন কার্যালয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
সিলেট জেলা সিনিয়র নির্বাচনী কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ডেমো ভোটের জন্য মেলায় ১০টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন রাখা হবে। মেলায় নিয়ন্ত্রণ কক্ষসহ ছয়টি স্টল করা হয়েছে।