একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের সাথে ঐক্য করা যায় না। 

সিলেটে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ:
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে রেখে একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের সাথে ঐক্য করা যায় না। এটা খুবই বেমানান।
বিএনপির সাথে আওয়ামী লীগের কিছু সাবেক নেতার জাতীয় ঐক্যফ্রন্ট গঠন প্রসঙ্গে শুক্রবার বিকেলে সিলেট আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তোফায়েল।
এককালের আওয়ামী লীগ নেতা, বর্তমান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত হয়েছে সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। যাতে বিএনপির পাশাপাশি রয়েছেন আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না ও সুলতান মনসুর এবং তোফায়েল আহমদদের সময়কার ছাত্রলীগ নেতা আ. স. ম আব্দুর রব।
বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের পোথম সমাবেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কথা বলেন আর সুলতান মনসুর তাঁর বক্তব্য শেষ করেন ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলে।
এসব প্রসঙ্গ টেনে তোফায়েল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে রেখে গ্রেণেড হামলাকারীদের সাথে ঐক্য বেমানান।
প্রসঙ্গত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন বিএনপির গত শাসনামলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ একাধিক নেতা।
শুক্রবার বিকেলে নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে সিলেট চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উদ্বোধকের বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ অাজ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু অামরা নিজেরাই করছি। মেট্রোরেল করা হচ্ছে। এসব মেঘাপ্রকল্প ছাড়াও দেশের সবক’টি অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। কোন সরকার যখন কন্টিনিউ করে তখন কি রকম উন্নয়ন হয় তা অাপনারা দেখছেন। এটার ধারাবাহিকতা রক্ষা করতে অাবারো অাওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, দেশে বিভিন্ন জোটের তোরজোড় চলছে। এসবে কোন লাভ নেই। দেশের মানুষ জানে অাওয়ামী লীগ বিজয়ী হলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। অাদর্শ না থাকলে কোন জোটেই লাভ নেই
এ বিভাগের অন্যান্য