সিলেট নগরীর শাহজালাল উপশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন

সিলেট নগরীর শাহজালাল উপশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপশহরস্থ সরকারি তিব্বিয়া কলেজের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত ছাত্রলীগ কর্মী শাহজালাল উপশহরের তেররতনের সৈদানীবাগের ১৯/৩৭ নম্বর বাসার আবুল কালামের ছেলে।
জানা গেছে, সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ গ্রুপের হাতে নিহত হয় জাহিদ। সে ছাত্রলীগের উপশহরের সুমন গ্রুপের কর্মী ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিব্বিয়া কলেজের সামনে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকা জাহিদের ওপর হামলা চালায় জাকারিয়া মাহমুদ গ্রুপের কর্মীরা। এ সময় হামলাকারীরা জাহিদকে একাধিক ছুরিকাঘাত করে। এ সময় জাহিদের সাথে থাকা আরো ৩-৪ জনও ছুরিকাঘাতে আহত হন। রক্তাক্ত অবস্থায় আহত জাহিদকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ছাত্রলীগ কর্মী জাহিদ খুনের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, ‘কী কারণে এ হত্যাকান্ড ঘটেছে-এর তথ্য সংগ্রহ ও আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তিনি বলেন, হত্যার নেপথ্যের কারণ এখনো পুলিশ জানতে পারেনি, বিস্তারিত পরে জানানো হবে।’
সিলেট সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, বন্ধুবান্ধবের মধ্যে দ্বন্দ্বের জেরে এই ছেলেটিকে হত্যা করা হতে পারে। তিনি বলেন, আমি এখনো প্রকৃত ঘটনা জানতে পারিনি। নিহত ছাত্রলীগ কর্মী ছাত্রলীগ নেতা সুমনের অনুসারি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় যে-বা যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক।’
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধে জাহিদ নামের একজন খুন হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে

এ বিভাগের অন্যান্য