জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের কামরানের অভিনন্দন
মবরুর-সাজু
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও দাপুটে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। তিনি সিলেট সময় কে জানান বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।তিনি বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হয়েছে। তিনি আশা করেন বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।নিয়মিত অনুশীলণ ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশী টাইগাররা ভবিষ্যতেও এধরনের গৌরব ধরে রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন ।