পাখির সুরে গান: মো. মিজাহারুল ইসলাম

 

গহীন বনে গানের আসর
আসছে পাখি সব,
কোকিল পিয়া ময়না টিয়া,
জুড়লো কলরব।

গাছে গাছে ঝাঁকে ঝাঁকে
বসছে বনের পাখি,
ক্লান্ত পথিক শুনছে ওদের,
অবাক ডাকাডাকি।

বসছে পথিক ঝোপের পাশে
শুনতে পাখির গান,
দেখছে পথিক নানান পাখি,
বুলবুলি তার প্রাণ।

পাখির সাথে গাইবে পথিক
যেই কোরাসে ধরে,
সাঙ্গ করে গানের আসর,
পাখিরা যায় উড়ে।

ডাকছে পথিক গানের পাখি
যাচ্ছ কেন দূরে?
ভুল করেছি ভ্রান্ত পথিক,
বেসুরো গান করে।

সুরে সুরেই গান ধরিবো
শত জন্মের তরে,
আমি না হয় চাতক হবো,
হাজার পাখির ভীড়ে।

এসো ফিরে গানের পাখি
এসো আপন নীড়ে,
গানের সুরেই নাচুক বিণ,
এসো বনের ঘরে।

এ বিভাগের অন্যান্য