মানুষের সাথে যুক্ত না হয়ে ভালো কিছু লেখা অসম্ভব: ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
সিলেট সাহিত্য পরিষদের অন্তরঙ্গ আড্ডায় কবি
সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে এক অন্তরঙ্গ আড্ডায় বিশিষ্ট কবি ও সাবেক জেলা প্রশাসক ও রাজউক সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেছেন, মানুষের সাথে যুক্ত না হয়ে কবিতা কিংবা ভালো কিছু লেখা অসম্ভব। আপনি মুক্ত হবেন সেদিন, যেদিন সকল মানুষের সাথে যুক্ত হবেন। আপনি যদি মানুষের সাথে যুক্ত না হন তা হলে আপনার মুক্তি নাই। মানে আপনি ভালো কিছুই করতে পারবেন না। ‘কতো পুরাতন/পাতার মতোন/আমিওতো একদিন /এই ধরনীর ধুলায় চড়িয়া/একদা হবো বিলীন…।’ উদ্ধৃত করে তিনি বলেন, আমি যেনো বিলীন না হই সেজন্য আমাকে মানুষ হতে হবে। মানুষের সাথে যুক্ত হতে হবে। নিজের লেখা কবিতা ‘ঝলমল মখমল সুকোমল শয্যায়/ নির্ঘুম রাত কাটে বিবেকের লজ্জা…’ উচ্চারণ করে জনাব ভূঁইয়া বলেন, আমাদেরকে সত্য ন্যায়ের পথে চালিত হতে হবে। নিজের বিবেককে জাগ্রত করতে হবে। কবিদের ভালো কিছু করার জন্য সচেতনভাবে এগিয়ে যেতে হবে। তিনি কবিতা লেখাসহ সাহিত্যের নানা বিষয়ে নির্দেশনামূলক মন্ত্রমুগ্ধকর বক্তব্য প্রদান করেন। গত ১৩ অক্টোবর সন্ধ্যায় মদনমোহন কলেজ শিক্ষক মিলনায়তনে কবি পুলিন রায়ের সভাপতিত্বে অন্তরঙ্গ আড্ডায় সম্মানিত অতিথি ছিলেন গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ কবি প্রশান্ত কুমার সাহা, মদনমোহন কলেজের অধ্যক্ষ কবি-গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ্ , বিশিষ্ট ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল ও পরিসংখ্যান বিভাগের সিলেটের সহকারী পরিচালক মো: সালাউদ্দিন। কবি ধ্রুব গৌতমের পরিচালনায় আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সিটি কাউন্সিলর কবি নাজনীন আকতার কণা, কবি সুমন বনিক, মাদরাসা সুপার মো: মূয়ীনুল ইসলাম, মজিবুর রহমান, কবি কামরুল ইসলাম, কবি চন্দ্র শেখর দেব, মুহিবুল আলম, গীতিকবি হরিপদ চন্দ, গল্পকার জসীম আল ফাহিম, শিক্ষিকা রঞ্জু রানী রায়, কবি মাসুদা সিদ্দিকা রুহী, প্রজন্মের সেতুবন্ধন, সিলেট’র সাধারণ সম্পাদক ক্ষিতিশ সরকার, দৈনিক সকালের সময়ের সিলেট ব্যুরো প্রধান মবরুর আহমদ সাজু, এমরান ফয়সল প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন রণবিজয় চক্রবর্তী, সৈয়দ মুক্তদা হামিদ ও অনিমেষ রায় পিয়াস। উপস্থিত ছিলেন অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, সাংবাদিক অপূর্ব শর্মা, আফসার আহমদ, প্রভাষক নিহার রঞ্জন রায়, রাখাল সরকার, জাহিদা বেগম, দুদু মিয়া, জুলেখা বেগম।
সিলেট সাহিত্য পরিষদের অন্তরঙ্গ আড্ডায় কবি