সিলেটে রায় প্রত্যাখ্যান করে বিএনপির বিক্ষোভ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখ্যান করে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।

বুধবার (১০ অক্টোবর) দুপুরে আলোচিত এই মামলার রায় ঘোষণার আগে নগরীর জেল রোড এলাকায় সংঘটিত হন দলীয় নেতাকর্মীরা। পরে রায়ের প্রতিক্রিয়ায় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত তাৎক্ষনিক সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। এসময় তিনি বলেন, ফরমাশি এই রায় আমরা মানি না। ষড়যন্ত্রমূলক এই রায় আমরা প্রত্যাখ্যান করছি।

বিক্ষোভ মিছিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য